বিদেশ
img

মার্কেট দেখাশুনা করতে গিয়ে ১৪ মামলার আসামী!

সৌদিআরব প্রবাসী ভাই বিল্লাল মিয়ার মার্কেট ও জায়গা জমি দেখাশুনা করতে গিয়ে স্থানীয় প্রভাবশালী হাবিব মিয়ার ১৪ মামলার আসামী হলেন হাজী মনছুর আলী নামের এক ব্যক্তি। জানা গেছে তিনি হাবিবদের মামলা- হামলার ভয়ে ৪ বছর যাবৎ স্বপরিবারে এলাকা ছাড়া। হাজী মনছুর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত হাজী সুন্দর আলীর ছেলে। নাসিনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করা অভিযোগপত্র থেকে জানা যায়, হাজী মনছুর আলীর ছোট ভাই বিল্লাল মিয়া দীর্ঘদিন সৌদিআরব প্রবাসে থেকে তার কষ্টার্জিত অর্থ দিয়ে নাসিরনগর উপজেলার চাতলপাড় বাজারে ১৩ শতক জমি রেখে ১৮টি দোকান নির্মাণ করে মার্কেট করেন। ওই মার্কেটের দেখাশুনা করতেন হাজী মনছুর আলী। হঠাৎ হাবিব রাতের আঁধারে মার্কেটে যাওয়ার রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করে ফেলেন। প্রবাসী ভাইয়ের পক্ষ হয়ে হাজী মনছুর আলী বাঁধা দেওয়ায়,তারা ক্ষিপ্ত হয়ে একের পর এক মামলা দায়ের করে তাকে হয়রানী করতে থাকেন। হাবিবদের করা চাঁদাবাজির মামলায় জেলও খেটেছেন তিনি। মামলার হাজিরার জন্য বছরের অধিকাংশ সময় আদালত চত্বরে কাটে হাজী মনছুরের সময়। হাজী মনছুর আলী কেঁদে কেঁদে  বলেন, আমার ছোট ভাই চাতলপাড় বাজারে ১৮টি দোকান করে একটি মার্কেট করেছে। আমাকে সাজানো মামলা দিয়ে জেলে ঢুকিয়ে মার্কেটে যাওয়ার রাস্তাটি বন্ধ করে দিছে হাবিব গংরা। মার্কেটে ঢুকার রাস্তা না থাকায় মার্কেটটি এখন জঙ্গলবাড়িতে পরিণত হয়েছে। এদিকে হাবিব গংদের সাজানোর মামলার হাজিরা দিতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।চাতলপাড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, রাস্তাটি বিল্লাল মিয়া কিনে নিয়েছে। আসলে বর্তমানে বিল্লাল মিয়ার মার্কেটে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। মানুষ যে যেখানে যে অবস্থায় বসবাস করে তার রাস্তা পাওয়া উচিত। এটা আমিও চাই, এলাকাবাসীও চায়।