ত্রিপুরা
img

পূর্বাশায় অনুষ্ঠিত হ্যান্ডিক্রাফট এক্সিবিশন

হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের উদ্যোগ ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস উইক ২০২৫ উপলক্ষে আগরতলা আরবান হাট পূর্বাশার মধ্যে ৮ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে হ্যান্ডিক্রাফটস এক্সিবিশন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যান্ডিক্রাফটস এক্সিবিশনের  উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায় ও মন্ত্রী বিকাশ দেব্বর্মা ।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার দ জেলা সভাপতি বিশ্বজিৎ শীল আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা ।পাশাপাশি বিভিন্ন ক্লাসটারদের হাতে হ্যান্ড ক্রাফটসের সামগ্রী তুলে দিলেন মন্ত্রীরা।

এই মুহূর্তে