
গুড সামারিটান নামক কেন্দ্রীয় প্রকল্পের পরিবর্তিত নাম রাহাবীর প্রকল্প অনুসারে রাজ্যের আট জন কে ২৫ হাজার টাকা করে অর্থ প্রদান করা হলো ।সোমবার ১৭ তম রোড সেফটি কাউন্সিলের বৈঠক শেষে জেলাশাসকের অনুমোদনক্রমে নির্বাচিত ৮ জনকে এই অর্থ রাশি প্রদান করা হয় ।পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন।
দুর্ঘটনাগ্রস্ত কোন আহত ব্যক্তিকে হাসপাতালে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার গুড সামারিটান নামে একটি প্রকল্প ঘোষণা করে ।এই প্রকল্পে অধীন কোনও সহৃদয় ব্যক্তি যদি দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে গোল্ডেন আওয়ার অর্থাৎ ১ ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দিতে পারেন ,তবে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের নাম গুড সামারিটান থেকে পাল্টে রাহাবীর প্রকল্প হিসেবে নামাঙ্কিত করে ।এই প্রকল্পে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অনুসারে সোমবার ১৭ তম রোড সেফটি কাউন্সিলের বৈঠক আহবান করা হয় ।এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ,রাজ্য পুলিশের আই.জি আইন-শৃঙ্খলা, অর্থ সচিব, এসপি ট্রাফিক ,পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ।এই বৈঠকে প্রতিটি জেলার এসপি এবং ডি এমরা ভার্চুয়ালি যোগদান করেন। বৈঠকে জেলাশাসকদের অনুমোদনক্রমে বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৮ জনকে রাহবীর প্রকল্পে ২৫ হাজার টাকা করে অর্থ রাশি প্রদান করা হয় । রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,নির্বাচিত ব্যক্তিদের অথরাশির সাথে সার্টিফিকেট এবং সংবর্ধনাও প্রদান করা হয়।
এদিন পরিবহন মন্ত্রী আরো জানান ,আগামী অল্প কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর উপস্হিতিতে রোড সেফটি কাউন্সিলের আরো একটি বৈঠক অনুষ্ঠিত হবে ।আগামী জানুয়ারী মাসব্যাপী কেন্দ্রের সাথে রাজ্যেও সড়ক নিরাপত্তা মাস উদযাপন করা হবে।