ত্রিপুরা
img

আটক তিন বাংলাদেশি

বৃহস্পতিবার  কমলপুর থানাধীন লেম্বুছরা এলাকায় তিনজন বাংলাদেশি নাগরিক এলাকাবাসির হাতে ধরা পড়ে। এলাকাবাসীরা তাদেরকে কমলপুর থানার হাতে তুলে দেয়। তাদের নাম হল লাল শান, বাড়ি খুলনা,কাজিয়া থানা।এছাড়া দুইজন হল ইয়াসিন হাওলাদার ও তার স্ত্রী আকলিমা বেগম।তারা বাগেরহাট জেলার রান্দা থানাধিন এলাকার বাসিন্দা। তারা লক্ষণছড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের গন্তব্য ছিল বেঙ্গালুরু। অভিযুক্তরা  জানায় তারা কর্মক্ষেত্রের উদ্যোশ্যে ও চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাবার জন্য ভারতে প্রবেশ করেছিল। তবে তারা অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণীর লোক বলে মনে  করা হচ্ছে।  পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে  তদন্ত শুরু করেছে। পাশাপাশি  আজ তাদেরকে আদালতে তোলা হবে।

এই মুহূর্তে