গোটা পৃথিবী আজ আক্ষরিক অর্থেই আমাদের হাতের মুঠোয়৷ দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের যুগে সংবাদপত্র থেকে শুরু করে টেলিভিশন সমস্ত কিছুই এখন আমাদের মুঠো ফোনের স্ক্রীনে ভেষে উঠেছে যখন তখন যত্র তত্র৷ ফলে যুগের সাথে তাল মিলিয়ে সত্যনিষ্ঠ খবর পরিবেশনের এই উদ্যোগ এশিয়ান টাইমসর ৷ যদিও এই পার্বতী রাজ্যের সংবাদপত্রের দুনিযায় এশিয়ান টাইমস নবাগত, তবুও দেশ ও দশের কাছে নির্ভীক ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা বদ্ধ পরিকর৷ সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য খবর তৈরী করা আমরা ঘৃণা করি৷ কোন দল মত এর তাবেদাড়ি না করে জনগণের কাছে তথ্য সমৃদ্ধ সঠিক সংবাদ পরিবেশনই আমাদের একমাত্র লক্ষ্য৷ সততার পথে অবিচল থাকার কন্টকাকীর্ণ পথে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এশিয়ান টাইমস চিরকাল পাশে পাবে এই প্রত্যাশা রইল৷