
ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে আগামী ১২ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে ইউনিটি প্রমো ফেস্ট ২০২৫। এই উৎসবকে কেন্দ্র করে আগরতলার বিবেকানন্দ ময়দানে আয়োজিত হচ্ছে বিশাল সংগীত সন্ধ্যা। জনপ্রিয় বলিউড শিল্পী জুবিন নটিয়াল এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে দর্শকদের মধ্যে দেখা গেছে তুমুল আগ্রহ। বৃহস্পতিবার এই গোটা আয়োজনের প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে ময়দানে পৌঁছান রাজ্যের ট্যুরিজম মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। স্টেজ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, দর্শক বসার জায়গা— প্রতিটি দিক তিনি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।ট্যুরিজম দপ্তরের উদ্যোগে এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে আগরতলা শহরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে— দর্শকদের নিরাপত্তা, ট্রাফিক ম্যানেজমেন্ট এবং পুরো অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে