ত্রিপুরা
img

দুর্গা চৌমুহনী বাজারে অস্থায়ী পরিচালন কমিটি গঠন

দুর্গা চৌমুহনী বাজারের পরিচালন কমিটি তাদের মেয়াদকালে নির্বাচন করতেন না পারায় পরবর্তীতে মেয়র এর হস্তক্ষেপে দুর্গা চৌমুহনী এলাকার চারটি ক্লাবের চারজন প্রতিনিধি সহ ১৩ জনকে নিয়ে একটি অস্থায়ী পরিচালন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার এই পরিচালন কমিটি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। কমিটির পক্ষে কনভেনার ভবতোষ সরকার জানান আগামী ১৭ তারিখ থেকে ১২ দিনব্যাপী মহানাম সংকীর্তন শুরু হবে বাজারে। সেই দিকে লক্ষ্য রেখে সকলে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাজার থেকে নেশার রমরমা একেবারে বন্ধ করা হবে বলে জানান তিনি।

এই মুহূর্তে