
ইউনিটি প্রমো ফেস্টে দর্শকদের ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ট্যুরিজম দপ্তরের। পাস নেওয়ার নির্ধারিত সময় এক ঘণ্টা বাড়ানো হলো। আগে যেখানে পাস নেওয়ার শেষ সময় ছিল বিকেল পাঁচটা, এখন তা বাড়িয়ে করা হয়েছে সন্ধ্যা ছ’টা — এমনটাই জানালেন ট্যুরিজম দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী জানান, পাস কাউন্টারের সামনে আজ অতিরিক্ত ভিড় দেখা গিয়েছে। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে পাস নেওয়ার সময় বৃদ্ধি করার পাশাপাশি লাইনে দাঁড়ানো সকল দর্শকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, “দর্শকদের ভিড় নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। যাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন, সকলেই যাতে পাস পান এবং কোনও অসুবিধা না হয়— সেদিকে নজর রাখা হচ্ছে।”ইউনিটি প্রমো ফেস্টের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শকদের উচ্ছ্বাসও। অনুষ্ঠানে যাতে সবাই নির্বিঘ্নে অংশ নিতে পারেন— সেই লক্ষ্যে তৎপর প্রশাসন ও ট্যুরিজম দপ্তর।