

Dec 21, 2025
দীর্ঘ বাম বিরোধী আন্দোলনের ইতিহাসে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মরণে আজ দক্ষিণ ত্রিপুরার নলুয়ায় এক আবেগঘন শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়। ৩৭ ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সিপিআই(এম)-এর ঘাতক বাহিনীর হাতে নিহত বীর শহীদদের প্রতি জানানো হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।উপস্থিত ছিলেন প্রাক্তন পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, SH বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।