ত্রিপুরা
img

সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে রাজধানীতে আমরা বাঙালির বিক্ষোভ কর্মসূচি

দেশের বিভিন্ন রাজ্যে বাঙ্গালীদের উপর নির্যাতন ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে ।এর সর্বশেষ নজির উড়িষ্যায় ।এই সমস্ত ঘটনা অবিলম্বে বন্ধের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আমরা বাঙালি দল ।বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতৃত্ব জানান, বিভিন্ন রাজ্যে বৈধ কাগজপত্র থাকার পরও বাঙ্গালীদের চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে ।তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ।বিহার, মুম্বই ,গুজরাট প্রভৃতি রাজ্যের পর এবার উড়িষ্যায় বাঙ্গালীদের উপর নির্যাতন চলছে ।এই ধরনের নির্যাতন বাঙালিরা সহ্য করবে না বলে জানান তিনি। আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল আরো জানান ,বন্দে মাতরম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীজ মন্ত্র, নেতাজি সুভাষ চন্দ্রের জয় হিন্দ স্লোগান স্বাধীনতা আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছিল ।আজ এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে ।তিনি আরো জানান ,আমরা স্তম্ভিত, দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বঙ্কিমদা হিসেবে সম্বোধন করছেন। না জেনে তিনি এই কাজ করেননি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিকবার প্রধানমন্ত্রী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে অসম্মান করেছেন ।এসব আর সহ্য করা হবে না বলে জানান তিনি ।তিনি আরো জানান ,যে বাঙালিরা দেশের ভূমিপুত্র তথা দেশের স্বাধীনতার রূপকার ,আজ সেই বাঙ্গালীদের উপর ধারাবাহিক আক্রমণ এবং নির্যাতন চলছে ।এই আক্রমণ এবং নির্যাতন আমরা আর কতদিন সহ্য করব। দেশভাগের পর পাঞ্জাবীরা পুনর্বাসন পেয়েছেন ,কিন্তু বাঙালিরা এখনো পায়নি কেন ।তাই সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমারা বাঙালী দল আন্দোলনের পথে নেমেছে বলে জানান তিনি ।এদিন তিনি সকলকে মনে করিয়ে দিয়ে বলেন ,বাঙালিরা যেমন সহনশীল ,প্রয়োজনে যেমন রক্ত দিতে জানে ,প্রয়োজনে তেমনি প্রাণ কেড়ে নিতেও জানে। এদিন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল বলেন ,আজ জাতীয় পরিচয় নিয়ে বাঙালিরা যখন বিভিন্ন রাজ্যে আক্রান্ত এবং নির্যাতিত তখন কংগ্রেস, সিপিএম বা বিজেপি দল চুপ। এই সমস্ত রাজনৈতিক দলগুলির নিরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এই মুহূর্তে