খেলা
img

ছাঁটাই করা হল ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফকে।

২০১১ সালে ভারতের এক দিনের বিশ্বকাপ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল আপটনের। ২০০৯ সালে ভারতের প্রথম বার আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষে উঠে আসার ক্ষেত্রেও তাঁর অবদান ছিল। সেই সাফল্যের পর দক্ষিণ আফ্রিকা তাঁর সঙ্গে চুক্তি করে। দক্ষিণ আফ্রিকা দলের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসাবে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত কাজ করেছেন আপটন। সে সময় তিন ধরনের ক্রিকেটেই দক্ষিণ আফ্রিকা আইসিসি ক্রমতালিকার শীর্ষে উঠে আসে। পরে আইপিএল-সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি লিগ অন্তত ১২টি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রিকেট ছাড়াও দক্ষিণ আফ্রিকায় রাগবি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।কোচ রাহুল দ্রাবিড়ের অনুরোধে গত জুলাই মাসে আপটনকে নিয়োগ করেছিল ভারতীয় বোর্ড। ৫৩ বছরের মেন্টাল কন্ডিশনিং কোচকে আর রাখা হবে না। বাংলাদেশ সফরেও তাঁকে পাঠানো হচ্ছে না ভারতীয় দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ় সফরের সময় রোহিতদের দলে যোগ দেন আপটন। তাঁর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছিল। তাঁর সঙ্গে নতুন করে আর চুক্তি না করার কথা জানানো হয়েছে। আপটনের কাজে খুশি নন ভারতীয় বোর্ড কর্তারা। তা ছাড়া সামনে কোনও বড় প্রতিযোগিতা নেই।