
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের উপর এসিড নিক্ষেপ বড়ো ভাইয়ের । নষ্ট হয়ে যায় একটি চোখ।শনিবার ছোট ভাই সুষ্ঠু বিচার চেয়ে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে বড়ো ভাইয়ের বিরুদ্ধে । ঘটনা বিলোনিয়া সুভাষ নগর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছোট ভাই পরিমল দেবনাথ জানান, ঘটনার সূত্রপাত গত একমাস আগে । গত শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই পরিমল দেবনাথ বড় ভাই সুবল দেবনাথ এর কাছে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণ জানতে গেলে তখনই সুবল দেবনাথ পরিমল দেবনাথের উপর এসিড ছুড়ে দেয় পরিমল দেবনাথের উপর । সাথে সাথে পরিমল দেবনাথকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরিত করে দেয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। শনিবারে হাসপাতাল থেকে ছুটি নিয়ে আহত পরিমল দেবনাথ চলে আসে বিলোনিয়া থানাতে। সুষ্ঠু বিচার চেয়ে লিখিত ভাবে বড় ভাই সুবল দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করে বিলোনিয়া থানায়।