ত্রিপুরা
img

আটক বিপুল পরিমাণ নেশা সামগ্রী !

গোপন খবরের ভিত্তিতে কমলপুর দূর্গাচৌমুহনী নাকা পয়েন্টে খবর আসে আগরতলার দিক থেকে গাড়ি করে গাঁজা কমলপুরের দিকে আসবে। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু অভিযানের আঁচ করতে পেরে গাড়ির চালক পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। আপার সাইকা এলাকায় আসামাত্রই ওই গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৭২ প্যাকেটে মোট ২৩০ কিলো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৭০ লক্ষাধিক টাকা হবে।