
দক্ষিণ জেলা সদর বিলোনীয়া সার্কিট হাউসে শনিবার রাজ্যের পঞ্চায়েত,উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের পৌরহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সহকারী সভাধিপতি, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক গণ,এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক গণ। দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বলেন,পঞ্চদশ অর্থ কমিশন, পিডিএফ ফান্ড এবং টাইড আন্টাইড ফান্ডের টাকা পঞ্চায়েত দপ্তর, জেলা পরিষদ, পঞ্চায়েতসমিতি, পঞ্চায়েত স্তরে,দেওয়া হয় তা কতটা ব্যায় করা হয়েছে, কতটা অব্যায়িত অবস্থায় আছে সে সব বিষয়ে আলোচনা করা হবে।পাশাপাশি নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির হল ঘর নির্মান, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ ইত্যাদি যে সমস্ত খাতে টাকা সময়ে সময়ে দেওয়া হয়ে থাকে সে গুলো কতটা ব্যায় হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান মন্ত্রী কিশোর বর্মন।পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে এদিনের পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হবে।