
ঊনকোটি জেলার কৈলাসহরের ইয়াজে খাওরা গ্রাম পঞ্চায়েতে আগর প্লান্টেশন সার্ভে চলাকালীন ভাঙচুরের শিকার হল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের একটি ড্রোন। প্রায় ৩০ লক্ষ টাকার ওই ড্রোন ভাঙচুরের অভিযোগে শ্রীনাথপুর এলাকার দুই যুবক—আব্দুল সাকুর ও আব্দুল হালিম—কে আটক করেছে ইরানি থানার পুলিশ।অভিযোগ, সার্ভের সময় ড্রোন তাঁদের বাড়ির আঙিনা ও মহিলাদের স্নানের দৃশ্য ধারণ করছিল। এই নিয়ে বাকবিতণ্ডার পর উত্তেজিত যুবকরা ড্রোন ও কন্ট্রোলার ভাঙচুর করে এবং চালককে মারধর করে।অন্যদিকে অভিযুক্তদের পিতা আব্দুল আজিজ দাবি করেছেন, ড্রোন চালকরা বিনা নোটিশে তাঁদের বাড়ির উপর ড্রোন ওড়ান এবং গোপনীয়তা লঙ্ঘন করেন। প্রতিবাদ করাতেই তাঁর ছেলেদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ঘটনা নিয়ে বনদপ্তর ও পুলিশ তদন্ত শুরু করেছে।