ত্রিপুরা
img

কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন!

কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের ১ম
ত্রি-বার্ষিকী রাজ্য সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় মুক্তধারা অডিটরিয়াম হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল,বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা । আজকের এই সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন কিছু কিছু কর্মচারী এখনো সরকারকে বদনাম করে যাওয়ার জন্য কাজ করে চলেছে। কোনভাবেই তারা সফলতা পাবে না।

সভাধিপতি বিশ্বজিৎ শীল বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ হারে বৃদ্ধি হয়েছে এবং অনেক কৃষক তাদের দ্বিগুণ আয়ের লক্ষ্যমাত্রা পৌঁছে গিয়েছে।