
রবিবার বিলোনীয়া প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জহর চক্রবর্তী কে সভাপতি করে ত্রিপুরা সমন্বয় কমিটি বিলোনীয়া বিভাগীয় অফিস প্রাঙ্গনে সলিল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে উনার জন্ম শতবর্ষ উদযাপন করা হয়।শ্রদ্বার্ঘ অনুষ্ঠানের পর সমন্বয় অফিসের হল ঘরে শুরু হয় মুল অনুষ্টান। অনুষ্ঠান শুরুতে স্বাগত ভাষনের মধ্যে দিয়ে সলিল চৌধুরীর জীবনী নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন সংস্কৃতি সমন্বয় কমিটি বিলোনীয়া শাখার সম্পাদক লিটন চক্রবর্তী। সংক্ষিপ্ত আকারে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি জহর চক্রবর্তী, আলোচনা শেষে বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নাচ,গান, আবৃত্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপংকর সেন, অশোক মিত্র,সংগঠনের সভাপতি রতন ভৌমিক, সাহিত্যিক হরিনারায়ণ সেন গুপ্ত,সহ অন্যান্যরা।