
Aug 24, 2025
রবিবার অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এবং রেডিও লজিক্যাল ক্লিনিক এসোসিয়েশন পশ্চিম জেলার পক্ষ থেকে তুলাকোনা অরবিন্দ আশ্রমের বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শারদীয় দুর্গোৎসবের দিনগুলোতে তারা যাতে সামান্য উপহার টুকু পেয়ে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই আয়োজন বলে জানান এসোসিয়েশনের কর্মকর্তা।এই ধরনের সামাজিক কর্মসূচিতে অন্যান্য জনগণ কে তাদের পাশে থাকার জন্য আহ্বান জানান এটি পি আর সি এ সেক্রেটারি কিশোর কুমার ভট্টাচার্য।