ত্রিপুরা
img

টি-১০ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাষ্পিয়ন দল ও রার্নাস দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ৮ টি দল কে নিয়ে আমতলী প্লে গ্রাউন্ডে শনিবার থেকে শুরু হয়েছিলো তৃতীয় বর্ষ কর্পোরেট টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। ফাইন্যালে মুখোমুখি হয় পাঞ্জাব ন্যাশেন্যাল ব্যাংক ও টিএসসিইএল ।ফাইন্যাল ম্যাচে পাঞ্জাব ন্যাশান্যাল ব্যাঙ্ককে ৮ উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় TSECL।ফাইন্যালে প্রথম ব্যাট করতে নেমে পাঞ্জাব ন্যাশান্যাল ব্যাংক ৪৭ রান সংগ্রহ করে।  জবাবে ব্যাট করতে নেমে TSECL ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দল ও রার্নাস দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন DIG কৃঞ্চেন্দু চক্রবর্তী, 
জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সষ্পাদক অভিষেক দে,  দুরদর্শন কেন্দ্রের আগরতলা অ্যাসিসটেন্ট ডাইরেক্টর কুনাল সিন্দে, অভিজিৎ ভর্টাচার্য প্রিন্সিপাল স্কুল অব সাইন্স,সহ আরো অনেকে।