ত্রিপুরা
img

আটক লক্ষাধিক টাকার মাদক সামগ্রী!

অবশেষে উত্তর জেলার নেশার বাদশা সন্তোষ দত্তের বহু লক্ষ টাকার অবৈধ বিলেতী মদ সহ পাচারকারী গাড়ি চালকদ্বয়কে আটক করলো সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। জানা যায়  দীর্ঘদিন থেকে পুলিশের চোঁখে ধুলো দিয়ে রাজ্যে অবৈধ নেশা সামগ্রীর সাম্রাজ্য গড়ে তুলে সন্তোষ। রবিবার সকালে  অসমের লোয়ারপোয়া থেকে দুটি গাড়ি অবৈধ দেশী ও বিদেশী মদ নিয়ে ত্রিপুরায় প্রবেশের পথে অসম সীমান্তে সেপেজুরি ক্যাম্পের ৯৭নং ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। তখন জোয়ানরা অসম-আগরতলা জাতীয় সড়কে পেট্রোলিং এ ছিল বলে জানা যায়। দুটি গাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১১ কার্টুন বিদেশি মদ মজুদ ছিল। যার কালোবাজারি মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। অপরদিকে দুটি গাড়ির চালক বাদশা মিয়া  ও সুবীর দাসকে আটক করা হয়েছে। দুজনের বাড়ি ধর্মনগর থানা এলাকায়। পুলিশ তাঁদের বিরুদ্ধে  নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বর্তমানে ধৃত চালকদ্বয় পুলিশি হেফাজতে রয়েছে।