ত্রিপুরা
img

গোমতী জেলা ভিত্তিক বর্ষামঙ্গল উৎসব ও মনসা মঙ্গল প্রতিযোগিতা

গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনা রবিবার  উদয়পুর ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে গোমতী জেলা ভিত্তিক বর্ষামঙ্গল উৎসব ও মনসা মঙ্গল প্রতিযোগিতা। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় বলেন,মনসামঙ্গল প্রতিযোগিতা এই ধরনের সাংস্কৃতিক আয়োজন গ্রামীণ শিল্পী ও প্রতিভাদের মঞ্চ প্রদান করে।  এদিন অনুষ্ঠিত মনসামঙ্গল প্রতিযোগিতায় গোমতী জেলার বিভিন্ন মহকুমা থেকে ২৫ টি প্রতিযোগী দল অংশগ্রহণ করেন।এইদিন বিধায়ক অভিষেক দেবরায় অংশগ্রহণকারী ২৫টি দল কে উনার ব্যক্তিগত তরফ থেকে ২৫ হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেন।প্রতিযোগিতায় বিচারক ছিলেন স্কুল শিক্ষিকা তথা সংগীতশিল্পী মঞ্জুশ্রী বর্ধন ও প্রাক্তন প্রধান শিক্ষক তথা লেখক ডক্টর হরেকৃষ্ণ আচার্জী।