
Aug 24, 2025
রবিবার রাজযোগিনী দাদী প্রকাশমণির ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলার আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্ম কুমারী ইশ্বরি বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান মানবতার অন্যতম মহৎ কর্ম, রক্তদান জীবনের একটি উপহার যা সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করে এবং নিঃস্বার্থ সেবার চেতনাকে প্রতিফলিত করে।