ত্রিপুরা
img

রক্তদান শ্রেষ্ঠ দান; মেয়র

মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রেটারনিটির উদ্যোগে রবিবার  প্রেসক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পুরেটর রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দও, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার ও সংগঠনের সম্পাদিকা সোমা চৌধুরী। রক্তদান সম্পর্কে মেয়র বলেন রক্তদান শ্রেষ্ঠ দান।  এটি মানবতার সবচেয়ে বড় নিদর্শন। এর মধ্য দিয়ে মানব ধর্ম পালন করছেন। একজনের রক্তে চারজন মানুষের প্রাণ বাঁচে। তাই এই দানের কোন বিকল্প নেই । সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।