ত্রিপুরা
img

উত্তর-পূর্বাঞ্চল এনএসএস উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

৫ দিনব্যাপী উত্তর-পূর্বাঞ্চল এনএসএস উৎসবের সূচনা হয় । শনিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের এই  উৎসবের  শুভ সূচনা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী  ডা: মানিক সাহার হাত ধরে। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া দপ্তরের সচিন ড: প্রদীপ চক্রবর্তী, এনএসএস গুয়াহাটির রিজিওনাল ডাইরেক্টর ডি কারথিগেন্স সহ উত্তর-পূর্বাঞ্চলের ৮ টি রাজ্যের অফিসারগণ থেকে শুরু করে এনএসএস ভলান্টিয়ার্স ও শিক্ষক-শিক্ষিকারা।