ত্রিপুরা
img

পুত্র ও পুত্রবধুকে ড্রাগসের নেশা থেকে মুক্ত করতে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন

ইনজেকশন দিয়ে শরীরে ড্রাগস নেওয়ার সময়  শাশুরির হাতে ধরা পরল পুত্র বধু। জানা যায় প্রায় দেড় বছর যাবত ধরে চলছে ষ শশুর বাড়িতে পুত্র বধুর এইভাবে ড্রাগস সেবন। কিন্তু শনিবার সকালে পুত্রবধূকে হাতে নাতে ধরলো তার শাশুরি। এবং তুলে দেওয়া হয় পুলিশে।ঘটনা এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম সাহা পাড়া এলাকায়।এই বিষয়ে মহিলার শশুর জানান তার ছেলে আগে ড্রাগস সেবন করত না কিন্তু তার পুত্র বধু করতো এবং বিয়ের পর তার ছেলেকেও ড্রাগসের নেশায় জড়িত করে বলে অভিযোগ।  প্রায় দেড় বছর ধরে চলছে তাদের এই ড্রাগস সেবন ।তাদের একাধিকবার নেশা মুক্তি কেন্দ্রে রাখা হলেও ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসতে পারেনি।  ড্রাগ সেবনকারী পুত্রবধূকে  স্থানীয়দের সহায়তায় তুলে দেওয়া হয় পুলিশে ।পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিতা রাজ্যের মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহার নিকট আবেদন করেন,আর্থিক ভাবে সহায়তার ‌ যাতে পুত্র ও পুত্রবধুকে চিকিৎসা করাতে পারে।