
কৈলাসহরের চন্ডীপুর ব্লকের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের মরাছড়া গ্রামে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। মোবাইল ফোনের আসক্তির কারণেই প্রাণ গেলো আড়াই বছরের সোনাক্ষী দেববর্মার। শনিবার অসুস্থ মায়ের ঘুমের ফাঁকে ঘরে থাকা মোবাইল হাতে নেয় সোনাক্ষী। ভিডিও দেখতে দেখতে ঘর থেকে বেরিয়ে পাশের ড্রেনের ধারে যায়। হঠাৎ হাত থেকে মোবাইল পড়ে গেলে তা তুলতে গিয়ে নিজেই ড্রেনে পড়ে প্রাণ হারায় সে। স্থানীয় শ্রমিকরা মৃতদেহ দেখে খবর দেন, পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।সোনাক্ষীর অকাল মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের দাবি—মোবাইল ফোনের প্রতি অতি আসক্তিই এই দুর্ঘটনার মূল কারণ।একটি ছোট্ট অসতর্কতা কেড়ে নিলো নিষ্পাপ প্রাণ। সোনাক্ষীর মৃত্যু যেন প্রশ্ন ছুঁড়ে দিল—শিশুদের হাতে অবাধ মোবাইল তুলে দেওয়ার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে?