
Aug 24, 2025
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের যৌথ উদ্যোগে রবিবার আগরতলার প্রেসক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি উমেশ দেববর্মা , ও ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের সভাপতি ডঃ সুশান্ত সেন। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা ,ইসিজি, করানো হয়। এছাড়া বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করে। উক্ত শিবিরে ৯০ জন রোগী চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেছেন।