
মাত্র এক সপ্তাহ বাকি তার পরই আসতে চলেছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের পরবর্তী ছবি হল ‘টাইগার ৩’। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ‘পাঠান’। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখ খান অভিনীত এই ছবি। যা নজির গড়েছে হিন্দি সিনেমায়। ‘পাঠান’-এর পর এ বার ‘টাইগার ৩’-কে নিয়েও আশাবাদী ওয়াইআরএফ। ‘টাইগার ৩’ ছবিতেও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ ও সলমন।
১২ নভেম্বর কালীপুজো ও দীপাবলির সময়ে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। এর আগে ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন সলমন। । এ বার প্রায় ছ’বছর পরে মুক্তি পেতে চলেছে এই ছবির তৃতীয় পর্ব। এ ছাড়াও গত কয়েক বছর বিশেষ কোনও হিটও নেই সলমনের ঝুলিতেই। তাই টাইগার নিয়ে আশায় রয়েছেন সকলেই। খানিকটা ‘পাঠান’-এর পদাঙ্ক অনুসরণ করেই সকাল ৭টা থেকে শোয়ের বন্দোবস্ত করা হচ্ছে ‘টাইগার ৩’-এর। কলকাতার বহু শো প্রায় ভর্তি। তবে কি এ বার ‘পাঠান’-এর নজির ভাঙবে ‘টাইগার ৩’। শুরুটা ভাল। টাইগারের ক্ষেত্রে তেমনটা হয় কি না সেটা সময় বলবে।