খেলা
img

সেমিফাইনালে নিশ্চিত দুই দল

নিউ জ়িল্যান্ডের কাছে পাকিস্তান হেরে গেলে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতেন বাবর আজ়মেরা। একই সঙ্গে ছিটকে যেত নেদারল্যান্ডস, ইংল্যান্ড, শ্রীলঙ্কা। কিন্তু বাবরদের জয় বদলে দিয়েছে হিসাব। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তান ঢুকে পড়েছে সেমিফাইনালের দৌড়ে। একই সঙ্গে লড়াইয়ে রেখে দিয়েছে আফগানিস্তান, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে। 

অস্ট্রেলিয়া

সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের আরও দু’টি খেলা বাকি লিগ পর্বে। আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন তাঁরা। একটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়া। 

নিউ জ়িল্যান্ড

শেষ চারের দৌড়ে রয়েছে এখনও পর্যন্ত ৮ পয়েন্ট পাওয়া নিউ জ়িল্যান্ডও। প্রতিযোগিতায় প্রথম চারটি ম্যাচ টানা জেতার পর টানা চারটি ম্যাচ হেরে চাপে কেন উইলিয়ামসনের দল। তাঁদের বাকি একটি ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও সেমিফাইনাল খেলা নিশ্চিত নয় নিউ জ়িল্যান্ডের।

পাকিস্তান

শনিবারের জয়ের সুবাদে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তানও। বাবর আজ়মদের খেলা বাকি ইংল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচ শুধু জিতলেই হবে না। বেশ বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। পাশাপাশি, বাবরদের তাকিয়ে থাকতে হবে নিউ জ়িল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফলের দিকে।  নিউ জ়িল্যান্ড সেই ম্যাচ হারলে কিছুটা স্বস্তি পাবেন বাবরেরা। তা ছাড়া আফগানিস্তান এবং নেদারল্যান্ডসকেও হারতে হবে বাকি ম্যাচ।