ত্রিপুরা খবর
img

অসহায় মহিলাকে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনতাই

গভীর রাতে বাড়িতে ঢুকে মহিলাকে মারধর করে গলা থেকে স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যায় । ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেচুড়ী মাঈ গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়।বালুয়াছড়ি এলাকার অসহায় স্বামী পরিত্যক্তাগৃহবধূ অনিতা দেবনাথ শুক্রবার দিন সকাল বেলা বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন একই এলাকার যুবক বিশ্বজিৎ দেবনাথ এর বিরুদ্ধে। ২০১৬ সাল থেকে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির হওয়ার পর থেকে বিশ্বজিৎ দেবনাথ এবং অনিতা দেবনাথ এর মধ্যে প্রনয়ের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে অনিতা দেবনাথ বালুয়াছড়ি এলাকায় বাপের বাড়িতে থাকতো। যখন অনিতা বিশ্বজিতের কাছে দাবি করে যে তাকে বিয়ে করতে হবে । এরপর থেকেই বিশ্বজিৎ আর অনিতার সঙ্গে কোন সম্পর্ক রাখতে চাইছিল না।। বিয়ের কথা বললে সে অস্বীকার করে। এরপর অনিতা দেবনাথ আগরতলা পারিবারিক আদালতে মামলা করে যার নম্বর হলো CRL MISC 595/2022 এবংCRL MISCB  (9nt)596/২০২২।
মামলা খবর পেয়ে বিশ্বজিৎ কয়েকদিন পূর্বে রাত্রি ১১ টায় অনিতা দেবনাথের বাড়িতে ঢুকে তাকে ঘর থেকে টেনে বের করে চুলের মুঠি ধরে লাথি ঘুসি মারতে থাকে। কোনরকমে অনিতা নিজেকে রক্ষা করে। এরপর পাড়া-প্রতিবেশী এবং এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় বিশ্বজিৎ দেবনাথ। পালিয়ে যাওয়ার সময় উনি তার গলা থেকে এক ভরি পাঁচ আনি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন অনিতা  দেবনাথ। অনিতা আরো বলেন যখন গলা থেকে হার ছিনিয়ে নেওয়ার সময় অনিতা এবং বিশ্বজিতের মধ্যে ধস্তাধস্তিতে হাড়ের একটু অংশ অনিতার হাতে থেকে যায় । বাকিটা পুরোটা নিয়ে যায় বিশ্বজিৎ। অনিতা বিষয়টি গ্রামের প্রধান কেও জানিয়েছেন। গ্রাম পঞ্চায়েত বলেছে বিষয়টি নিয়ে তারা বসবে। তবে এভাবে গভীর রাতে বাড়িতে ঢুকে একটি অসহায় মহিলাকে মারধর করার এবং তার গলা থেকে হাত ছিনিয়ে নেওয়ার বিষয়টি গ্রামবাসী কেউ ভালোভাবে নেয়নি।