খেলা
img

T.F.A পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল!

নিজস্ব প্রতিনিধি:- T.F.A পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার সুপার চারের লড়াইয়ে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় শিল্ডের ফাইনাল খেলা দুটি দল রামকৃষ্ণ ক্লাব ও এগিয়ে চলো সংঘ।  ম্যাচটি গোল শূন্য অবস্থায় ড্র করে ১-১ পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়েন উভয় দলের ফুটবলাররা। যদিও ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিলো উভয় দলের ফুটবলাররা, সেই সুযোগ কে গোলে পরিনত করতে ব্যর্থ হয় ফুটবলাররা। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ফুটবল খেলা উপভোগ করেন মাঠে উপস্থিত  ফুটবল প্রেমি দর্শকরা।