
বিশ্বকাপের আগে বড় ঝটকা, ভারতে আসতে পারছে না পাকিস্তান দল!
হাতে আর ১০ থেকে ১২ দিন। তারপরেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। আর তাঁর আগেই বিরাট বিপাকে পাকিস্তান দল এমনিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতে বিশ্বকাপ খেলতে না আসার জন্য অনেক বড়বড় বয়ান দিয়েছে। ওই দেশের প্লেয়াররাও হুমকি দিয়েছিল যে, তাদের দল ভারতে খেলতে যাবে না। আসলে, ভারত পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই পাকিস্তান তেলেবেগুনে জ্বলে ওঠে। আর তাঁরা ভারত তথা ICC-কে একের পর এক হুমকি দিয়ে যায়। যদিও, সেই হুমকি কিছুই কাজ করে না। কারণ, ভারতের আপত্তিতে এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই আয়োজিত হয়। যদিও, পাকিস্তান গ্রুপ পর্বের কিছু ম্যাচ তাদের নিজেদের দেশে খেলেছিল। এশিয়া কাপে হাতেগোনা ম্যাচ পড়েছিল পাকিস্তানে। সিংহভাগই হয় শ্রীলঙ্কায়। আর এর প্রধান কারণ হল, ভারতের আপত্তি।
আর ভারতের এহেন আপত্তির পর পাকিস্তানও ভারতে আয়োজিত বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। কিন্তু সেই হুমকিই সাড়। তাঁরা বিশ্বকাপে ভারতে খেলতে আসবে বলে জানিয়েছে। এমনকি তাঁরা টিমও ঘোষণা করে দিয়েছে। পাকিস্তানের দলঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, সৌদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
তবে, টিম ঘোষণার পর মহা বিপদে পড়েছে গোটা পাকিস্তান দল। আগামী ৬ অক্টোবর পাকিস্তানের প্রথম ম্যাচ। ৬ তারিখ তাঁরা নেদারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে। কিন্তু দাঁড়ান, তাঁরা মাঠে নামবে কী করে? পাকিস্তানের কোনও প্লেয়ারই এখনো পর্যন্ত ভারতে আসার ভিসা পাননি। বিশ্বকাপ খেলা সমস্ত দেশ ভারতের ভিসা পেয়ে গেলেও, একমাত্র বাবর আজমরা ভিসা পাননি। আর এই নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের ভিসা না পাওয়ায় বাবর আজমদের দুবাই গিয়ে প্র্যাকটিস করার প্ল্যানও ভেস্তে গিয়েছে। PCB প্রথমে বাবরদের দুবাই পাঠাত, সেখানে ক্যাম্পিং করার পর পাকিস্তান দল হায়দ্রাবাদে চলে যেত, সেখান থেকেই তাদের বিশ্বকাপ অভিযান শুরু হত। পিসিবির তরফ থেকে বাবরদের জন্য এক সপ্তাহ আগে ভিসার আবেদন করা হলেও, এখনো তাঁর সাড়া মেলেনি বলে অভিযোগ।