বিদেশ
img

‘আমেরিকার মদতেই যুদ্ধ চলছে ইউক্রেনে’-ইব্রাহিম রইসি।

বুধবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে অভিযোগ করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি।
আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমী দেশগুলির উস্কানির কারণের দেড় বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে এই অভিযোগ করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তিনি বলেন, ‘‘অস্ত্র ব্যবসায়ীদের মুনাফা করার সুযোগ করে দিতেই ইউক্রেনে অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।’’
রাষ্ট্রপুঞ্জে বক্তৃতায় রইসি বলেন, ‘‘আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়া মনে করে, তাদের দেশ সুসজ্জিত উদ্যানের মতো। আর বাকি বিশ্ব জঙ্গলের রাজত্ব। তারা গোটা বিশ্বকে তাদের পছন্দ অনুসারে গড়ে তুলতে চায়। কিন্তু তাদের সেই চেষ্টা কখনোই সফল হবে না। আমেরিকা এবং তার পশ্চিমী দেশগুলির দিন ঘনিয়ে এসেছে।’’ রইসির বক্তৃতার সময় রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের প্রতিনিধি গিলার্ড এর্ডান প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান।
অতিরক্ষণশীল এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত শিয়া ধর্মগুরু ইব্রাহিম রইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। ‘কট্টর আমেরিকা বিরোধী’ হিসাবে পরিচিত এই নেতার আমলে মস্কো এবং বেজিংয়ের সঙ্গে তেহরানের সম্পর্ক অনেকটাই মসৃণ হয়েছে। নিজেকে ইসলামের প্রবর্তক মহম্মদের আত্মীয়ের বংশধর বলে দাবি করেন রইসি। তাই মাথায় কালো পাগড়ি পরেন তিনি। ২০১৭ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কিন্তু সে বার ‘আমেরিকার পছন্দের নেতা’ হিসাবে পরিচিত হাসান রুহানির কাছে পরাজিত হয়েছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতোল্লা রুহোল্লা খোমেইনির ঘনিষ্ঠ বলেও পরিচিত রইসি।আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমী দেশগুলির উস্কানির কারণের দেড় বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। বুধবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে এই অভিযোগ করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তিনি বলেন, ‘‘অস্ত্র ব্যবসায়ীদের মুনাফা করার সুযোগ করে দিতেই ইউক্রেনে অশান্তি জিইয়ে রাখা হচ্ছে।