বিদেশ
img

দুর্গাপুজোর আগেই মাছে ভাতে বাঙালির জন্য সুখবর দিল বাংলাদেশ সরকার।রাজ্যে আসছে পদ্মার ইলিশ

ভোজন রসিক বাঙালির জন্য সুখবর। দুর্গাপুজোয়  ভোজন রসিকদের পাতে পড়তে পারে পদ্মার সুস্বাদু ইলিশ। এবার পুজোর সময়ে পদ্মার ইলিশ আসবে কী না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছরের মতই এবারেও যাতে পদ্মার ইলিশ এপার  আসে সেই জন্য অনুরোধ করা হয় বাংলাদেশের কাছে। তবে এইনিয়ে প্রথমে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে মন খারাপ হতে শুরু করে রাজ্যের বাসিন্দাদের।
দুর্গাপুজোর প্রায় দেড় মাস আগে এল খুশির খবর। জানা গিয়েছে, গত বছরের মতই এবারও  ইলিশ রফতানি করতে প্রস্তুত বাংলাদেশ সরকার। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রক এই রফতানির অনুমতি দিয়েছে। 
বাংলাদেশ থেকে যে ভারতে ৫ হাজার টনের ইলিশ আসছে, তা ঢাকা সচিবালয়ে জানান সেদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুজোর আগে সুখবর দিয়ে তিনি বলেন, গত বছর বাংলাদেশ ৫ হাজার টন ইলিশ পাঠিয়েছিল ভারতকে। এবারেও সেই পরিমাণ ইলিশ আসবে বাংলাদেশ থেকে।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বলছেন, আমরা ইলিশ নিয়মিত দিইনা, তবে দুর্গাপুজোয় বহু বাঙালি ইলিশ খেতে পছন্দ করেন।  তাঁদের জন্য আমরা উৎসবে পাঠিয়ে থাকি ইলিশ। সেই দিকে তাকিয়ে, উৎসবের মরশুমে ১৫ দিনের জন্য ইলিশ রফতানির সম্মতি দেওয়া হয়েছে।