ত্রিপুরা খবর
img

বিদ্যুতের ছোবলে মৃত্যু এক যুবকের

ঘটনা বিশালগড় থানা দিন শীতলটিলা এলাকায়, ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকাল ৮ ঘটিকায় নিজ বাড়িতে জলের সেলু মেশিন চালাতে গিয়ে বিদ্যুতের শর্টে দীর্ঘক্ষণ লাগিয়ে থাকে। পরবর্তী সময় বাড়ির লোকজন তা দেখতে পেয়ে দ্রুত লিটন নম: বয়স ৩০ নামের যুবককে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকের দীর্ঘ প্রচেষ্টায় বাচাতে পারেনি যুবককে। আর সেই যুবকের মৃত্যুর খবর পেয়ে এলাকার লোকজন থেকে শুরু করে পরিবারের লোকজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।