প্রযুক্তি
img

Jio 5G, কীভাবে অ্যাক্টিভেট করবেন?

রিলায়েন্স জিও তার 5G পরিষেবা চালু করল দিল্লি-এনসিআর অঞ্চলে। রাজধানী দিল্লি থেকে শুরু করে গুরুগ্রাম, নয়ডা, গাজ়িয়াবাদ, ফরিদাবাদ এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের আরও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় Jio 5G উপলব্ধ হয়ে গেল। এর অর্থ হল এই সব অঞ্চলের 5G কম্প্যাটিবল স্মার্টফোন ব্যবহারকারীরা নিজেদের ফোনে Jio-র 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।গত 1 অক্টোবর, 2022 ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে 5G পরিষেবার শুভ সূচনা করেন। এই মুহূর্তে ভারতে কেবল রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের 5G পরিষেবা অফার করছে। যদিও দুই টেলকোই আপাতত দেশের সীমিত কিছু শহরে 5G পরিষেবা চালু করেছে। আগামী দুই বছরের মধ্যে দেশের সর্বত্র 5G নেটওয়ার্ক চালু করা হবে বলে দুই টেলিকম সংস্থাই নিশ্চিত করেছে। Jio 5G যেখানে দেশের সর্বত্র নিজেদের নেটওয়ার্ক ছড়িয়ে দিতে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ডেডলাইন বেঁধে নিয়েছে, ঠিক সেখানে Airtel জানিয়েছে, 2024 সালের মার্চ মাসের মধ্যে সর্বত্র তাদের 5G পরিষেবা চালু হয়ে যাবে।