
আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বামেদের চারটি ছাত্র যুব সংগঠন অর্থাৎ SFI. DYFI. TFY. TSU তেলিয়ামুড়া বিভাগের যৌথ উদ্যোগে সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা, সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তেলিয়ামুড়া শহরের বুকে এক সুবিশাল রেলি সহ ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত করে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন DYFI সর্বভারতীয় সহ-সভাপতি মীনাক্ষী মুখার্জী, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্যের ৪টি বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা।এদিন বামেদের ছাত্র যুব সংগঠনের সুবিশাল রেলিটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে DYFI সর্বভারতীয় সহ সভাপতি মীনাক্ষী মুখার্জি শাসকের প্রতি আক্রমণাত্মক। পরে তিনি কেন্দ্র ও রাজ্যকে নিশানা করে একগুচ্ছ অভিযোগ তুলেন।অন্যদিকে সমাবেশের মধ্য দিয়ে করে ১৯ পরিবারের ৫৮ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন DYFI সর্বভারতীয় সহ-সভাপতি মীনাক্ষী মুখার্জী সহ সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।