দেশ
img

গুজরাতে মোদীর নিশানায় রাহুল

প্রসঙ্গত, ২০১২ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে গুজরাতে পা রেখে গোধরা পরবর্তী দাঙ্গার প্রসঙ্গ তুলে মোদীকে ‘মওত কা সওদাগর’ বলেছিলেন সনিয়া গান্ধী। সেই ওই মন্তব্যকে হাতিয়ার করে ভোটের হাওয়া ঘুরিয়ে দিয়েছিলেন মোদী। দাবি করেছিলেন, তাঁকে অপমান করে আসলে গুজরাতকে অপমান করেছেন সনিয়া। মোদী সেই অভিযোগ সফল ভাবে গুজরাতে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন।এ বার বিধানসভা ভোটের গোড়া থেকেই গুজরাতের কংগ্রেস নেতৃত্ব কৌশল নিয়েছেন, মোদীকে এমন সুযোগ না দেওয়ার। প্রদেশ কংগ্রেস নেতা তথা বিধানসভা ভোটে নাদিয়াড় কেন্দ্রের প্রার্থী ধ্রুব পটেল সরাসরি মোদীকে ‘ঘরের ছেলে’ বলে বর্ণনা করে রবিবার বলেছেন, ‘‘ঘরের ছেলে যদি দুষ্টুমি করে, তবু কি আমরা তা বাইরে বলতে পারি?’’ এক ধাপ এগিয়ে ভাব আসনের কংগ্রেস প্রার্থী জেনিবেন ঠাকোর প্রধানমন্ত্রী মোদীকে ‘গুজরাতের গর্ব’ বলেছেন।