খেলা
img

দরকারের থেকে বেশি রান করে ফেলেছিলেন তাঁরা নিউজ়িল্যান্ডকে হারিয়ে বলে দিলেন অধিনায়ক হার্দিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি ম্যাচে বল করলেও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বল করতে দেখা যায়নি হার্দিককে। তার বদলে দীপক হুডা ১০ রান দিয়ে ৪ ইউকেট নিয়েছেন। হার্দিক চান, আরও বেশি বোলারকে সুযোগ দিতে। তিনি বলেছেন, ‘‘আমি বলে আরও বেশি বিকল্প চাই। প্রতি দিন হয়তো সফল হব না। কিন্তু যত বেশি ব্যাটার বল করবে তত দলের সুবিধা। বিকল্প বাড়বে। আমি সবাইকে সুযোগ দিতে চাই।’’ক্রিকেটারদের স্বাধীন ভাবে খেলতে দেওয়া তাঁর সাফল্যের অন্যতম বড় কারণ বলে মনে করেন হার্দিক। বলেছেন, ‘‘আমি সবাইকে স্বাধীনতা দিতে ভালবাসি। সবাই জানে তাদের কী করতে হবে। তাই মাঠে নেমে অতিরিক্ত চাপ দেওয়ার কোনও দরকার নেই। স্বাধীন ভাবে খেলতে পারলে সবার সেরা খেলাটা বেরিয়ে আসে।’’