ত্রিপুরা খবর
img

তিপ্রা মথার মহিলা সংগঠনের সভা

নজরে ২০২৩ ত্রিপুরা বিধানসভা ভোট। নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল। এবারে নতুন করে সমতলেও নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে তিপ্রামথা। মহিলাদের অগ্রাধিকার দিয়ে আগামী ভোটে বাজিমাত করার প্রয়াস নিচ্ছে প্রদ্যোৎ কিশোর দেববর্মন। দলের মহিলা সংগঠনকে চাঙ্গা করতে ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে দলের মহিলা সংগঠনের নেতৃত্বরা। চলতি মাসের ১৮ তারিখ রাজধানীর আস্তাবল মাঠে একটি জনসভা করতে যাচ্ছে তিপ্রামথা। জানাগেছে এই সভায় অধিকাংশ উপজাতি মহিলাদেরই সামিল করতে চাইছে প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সেই লক্ষ্যে মহিলাদের নিয়ে চলছে ঘরোয়া সভা। ৫৯ নম্বর পেঁচারথল বিধানসভার নালকাটায় মহিলাদের নিয়ে এমনই এক সভার আয়োজন করে তিপ্রা মথার মহিলা সংগঠন। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুপর্না কিসা, তিপ্রা মথার ব্লক সভাপতি বিমান চাকমা, মহিলা সংগঠনের ব্লক সভানেত্রী মীরা চাকমা সহ অন্যান্যরা। এদিন সভার শেষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরন করেন নেতৃত্বরা।