ত্রিপুরা খবর
img

দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগে পুড়ে ছাই দোকান ঘর

দুষ্কৃতীদের আগুনে বিশালগড় থানার অন্তর্গত নদীলাখ এলাকার নাসির মিয়ার দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।  জানা যায়, মঙ্গলবার রাতে নাসির মিয়া প্রতিদিনের মতো দোকান সেরে বাড়ি চলে যায়। কিন্তু, বুধবার সকালে দোকান মালিক নাসির মিয়া দোকানে এসে দেখতে পায় তার দোকানে দুষ্কৃতীদের দ্বারা লাগানো আগুনে দাউ দাউ করে জ্বলছে।  পরবর্তী সময়ে বিশালগড় অগ্নি নির্বাপক গাড়ি এসে আগুন নেভানো হয়। যা দেখে কান্নায় ভেঙ্গে পড়ে দোকান মালিক নাসির মিয়া। দোকান মালিক নাসির মিয়া জানান আজ থেকে এক মাস আগে বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে তিনি এই দোকানটি খুলেছে, উপার্জনের জন্য এটাই ছিল তার সম্বল। এই দোকান থেকে বিভিন্ন জিনিস বিক্রি করে যা আয় হতো তা দিয়েই নাসির মিয়া তার সংসার প্রতিপালন করতো।