ত্রিপুরা
img

বিদ্যুৎ বিল ও বীজ বিলের খসড়া পুড়িয়ে রাজধানীতে বামেদের প্রতিবাদ

কৃষক স্বার্থ বিরোধী বীজ বিল ২০২৫ এবং জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল ২০২৫ এর খসড়া জ্বালিয়ে গোটা দেশে সোমবার প্রতিবাদ জানালো সংযুক্ত কিষান মোর্চা ।এই সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজ্যেও বিক্ষোভ মিছিল করে সংশ্লিষ্ট দুটি বিল পুড়িয়ে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য সংস্থা প্রতিবাদ জানায়।এই উপলক্ষে সোমবার রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটি।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে সংশ্লিষ্ট দুটি বিলের খসড়া পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষান মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি ভানু লাল শাহা, সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই প্রসঙ্গে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর জানান, কৃষকদের অধিকার রয়েছে ফসল ভালো হলে এর বীজ তারা সংরক্ষণ করতে পারবেন ।প্রয়োজনে বাজারে বিক্রি করতে পারবেন ।কিন্তু নতুন বিল আইনে পরিণত হলে কৃষকদের এই অধিকার খর্ব হবে। বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে তিনি বলেন ,এই বিল পাশ হলে পরে সমাজের বৃহৎ অংশের মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তিনি আরো জানান ,সোমবার রাজ্যের বেশ কিছু জেলা এবং মহকুমায় সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি সংঘটিত  করা হয়।

এই মুহূর্তে