
সাত জেলার সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের বেতন হয়েছে।একমাত্র ব্যতিক্রম সিপাহীজলা জেলা। ডিসেম্বর মাসের ৮ তারিখ এখনো পর্যন্ত সিপাহীজলা জেলার সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়নি।যার ফলে ক্ষুব্ধ হয়ে তারা সিপাহীজলা জেলা শিক্ষার অধিকারী অর্থাৎ জয়েন্ট ডিরেক্টর কণিকা দেববরাকে ঘেরাও করলো সোমবার সকালে। আজকেই শিক্ষকদের বেতন তাদের লাগবে এ দাবিতে তারা শিক্ষা আধিকারিকের অফিস ঘেরাও করেন। সিপাহীজলা জেলায় সর্বমোট ৫১৩ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। সমস্ত শিক্ষক-শিকিকাদের বেতন দিতে প্রত্যেক মাসে এক কোটি ষাট লক্ষ টাকা প্রয়োজন।কিন্তু সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের টাকা রয়েছে এক কোটি টাকা ৬০ লক্ষ টাকার আরো প্রয়োজন। সেটা কার রাজ্য সরকার তাদেরকে দিচ্ছেন না সে কারণে শিক্ষক শিক্ষিকাদের বেতন দিতে পারছেনা দপ্তর। এদিকে শিক্ষক শিক্ষিকারা তাদের দাবিতে অনড়।