
ধলাই জেলার কমলপুর মহকুমার অধীন ৪৬-নং বিধানসভার শান্তিরবাজার আভাঙ্গা পঞ্চায়েতের ভগবান দাস পাড়ায় অবস্থিত ইস্ট কাটালুতমা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে রতন পাল নামের এক ব্যক্তির জমির ওপর। স্থানীয় সূত্রে জানা যায়, রতন পাল বহুবার বিভিন্ন স্তরের নেতৃত্বকে কেন্দ্রের পরিস্থিতি ও তাঁর দীর্ঘদিনের অবদান সম্পর্কে অবহিত করেছিলেনএলাকাবাসীর মধ্যেও আশা ছিল, দুইবার ইন্টারভিউ দেওয়া রতন পালের পরিবারের কেউই এবার চাকরি পাবেন। কিন্তু শেষ পর্যন্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে চাকরি পান সুরমা কেন্দ্রের এক নেতার স্ত্রী, আর সেই সিদ্ধান্তে ক্ষোভ উথে ওঠে এলাকাবাসীর মধ্যে। জায়গার মালিকের দাবি, দুইবার ইন্টারভিউ দেওয়ার পরও তাঁর ভাগ্যে চাকরি জোটেনি। অথচ স্থানীয় স্তরের নেতৃত্ব থেকে তাঁকে বহুবার আশ্বাস দেওয়া হয়েছিল যে কেন্দ্রের ওয়ার্কার পদে অগ্রাধিকার পাবেন তিনিই। ঘটনার পর এলাকায় ক্ষোভ প্রকাশ পাচ্ছে, বিশেষ করে যেসব মানুষ বহুদিন ধরে কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে নীরবে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে বঞ্চনার অভিযোগ উঠছে তীব্রভাবে। স্থানীয়রা জানান, যে জমিতে কেন্দ্রটি চলছে, সেই পরিবারের সদস্য চাকরি না পেয়ে অন্য কোনো পরিবারের হাতে পদ যাওয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার, প্রশাসন কোনও তদন্ত বা পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয় কি না।