
চার বছর পূর্তি উপলক্ষে স্বদেশী মেলার আয়োজন করতে চলেছে আগরতলা পৌরনিগম ।সোমবার নিগমের কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার স্বীকৃতি হিসেবে শহরের বিভিন্ন ক্লাবগুলোকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নিগম ।সোমবার কাউন্সিল বৈঠক শেষে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের চার বছর পূর্ণ হল সোমবার। চার বছর পূর্তি উপলক্ষে এদিন নিগমের কনফারেন্স হলে কাউন্সিলরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বৈঠকে নিগমের চার বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে এই সিদ্ধান্ত গুলির কথা জানান মেয়র। তিনি জানান ,চার বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যশিবির ,রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান ,দুস্থদের শীতবস্ত্র প্রদান প্রবৃত্তি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি স্বদেশী দ্রব্য এবং সামগ্রী ব্যবহারের আহ্বান জানিয়েছেন ।এই ক্ষেত্রে ভোকাল ফল লোকালের কথা প্রচার করছেন প্রধানমন্ত্রী ।সেই মতো রাজধানীতে একটি স্বদেশী মেলার আয়োজন করবে আগরতলা পৌর নিগম। আগামী ২৮ ,২৯ ও ৩০ ডিসেম্বর এই স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে ।মেলায় স্বদেশী দ্রব্য সামগ্রীর প্রদর্শন এবং বিক্রয়ের ব্যবস্থা থাকবে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরো জানান ,শহরেকে পরিষ্কার এবং আবর্জনা মুক্ত রাখা মুখ্যমন্ত্রীর স্বপ্ন ।মুখ্যমন্ত্রীর এই ইচ্ছাকে সফল করে তুলতে রাজধানীর যে সমস্ত ক্লাব এবং সামাজিক সংস্থা নিজ নিজ এলাকা পরিছন্ন রাখবে তাদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়সীমার মধ্যে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার কাজে ক্লাবগুলির ভূমিকা পর্যবেক্ষণ করে দেখবে নিগমের বিশেষ কমিটি। কমিটির নিরিখেই অক্টোবর মাসে সংশ্লিষ্ট ক্লাব গুলোকে পুরস্কার প্রদান করা হবে ।এই ক্ষেত্রে প্রথম পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট ক্লাবকে তিন লক্ষ টাকা প্রদান করা হবে ।দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হবে দুই লক্ষ টাকা ।তৃতীয় পুরস্কারের অর্থ মূল্য এক লক্ষ টাকা। মেয়র আরো জানান ,এছাড়া আরো দশটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে ।এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ক্লাবগুলিকে উৎসাহ প্রদান করার লক্ষ্যেই এই পুরস্কার প্রদান করা হবে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।