ত্রিপুরা
img

স্বদেশী পণ্যের ব্যবহারের আবেদন নিয়ে বটতলা বাজারে মন্ডল সভাপতি

স্বদেশী সবার ঘরে স্বদেশী-ই অন্তরে " এই স্লোগানকে সামনে রেখে সোমবার বটতলা বাজারে স্বদেশী পণ্যের ব্যবহারের আবেদন নিয়ে বড়দোয়ালী মন্ডল সভাপতি শ্যামল দে সহ বাজার কমিটির সভাপতি সম্পাদক দোকানে দোকানে যায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে 'আত্মনির্ভর ভারত' গড়ার লক্ষ্যে স্বদেশী বা ভারতে তৈরি পণ্য কেনার জন্য বারবার আবেদন জানিয়েছেন, বিশেষত উৎসবের মরসুমে, যাতে দেশের অর্থনীতি শক্তিশালী হয়, স্থানীয় শিল্প ও কারিগররা উৎসাহিত হন এবং ১৪০ কোটি দেশবাসীর কঠোর পরিশ্রমের স্বীকৃতি মেলে; তিনি নাগরিকদের গর্বের সঙ্গে ভারতীয় পণ্য ব্যবহার করে সামাজিক মাধ্যমে তা শেয়ার করার আহ্বান জানিয়েছেন। এই আবেদনের মূল উদ্দেশ্য হলো, স্বদেশী পণ্যের প্রচার। আত্মনির্ভর ভারত। পাশাপাশি এই উদ্যোগ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও নতুন কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে। স্বদেশী পণ্য ব্যবহারের পাশাপাশি ২০৪৭ সালকে লক্ষ্যমাত্রা রেখে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার যে প্রধানমন্ত্রীর সংকল্প তাকে সার্থক করে তোলাই এই ধরনের প্রচারের মূল লক্ষ্য।

এই মুহূর্তে