
স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করলো কমলপুরের স্পেক্ট্রাতাম ফাউন্ডেশন নামের সামাজিক সংস্থা ।কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় এই মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।গাছে জল দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস, আইনজীবী শ্যামল কান্তি পাল ,দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান স্বপন দাস, স্কাউট এন্ড গাইড সংসার রাজ্য কনভেনার হরিপদ দেব সহ অন্যান্যরা। এদিন স্বাস্থ্য শিবিরে শতাধিক গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন ।সংগঠনের ১৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেন ।এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য স্পেক্ট্রাম ফাউন্ডেশন এনজিওর কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানান বিধায়ক মনোজ কান্তি দেব।