
আগামী ১০ ডিসেম্বর প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করবে ত্রিপুরা মানবাধিকার কমিশন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।
আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ।সারা বিশ্বের সাথে রাজ্যেও যথাযথভাবে পালন করা হবে এই দিনটি ।এই উপলক্ষে এক সেমিনারের আয়োজন করেছে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। আগরতলার প্রজ্ঞা ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর ।সোমবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব ধনবাবু রিয়াং ।
সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব ধন্যবাবু রিয়াং আরো জানান, বুধবারের কর্মশালায় মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহা নির্দেশক ছাড়াও রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী ,রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, আইন সচিব শঙ্করী দাস প্রমুখও উপস্থিত থাকবেন।