
মোবাইলে আসক্তি নিয়ে মার বকুনি ।এতেই অভিমানে আত্মঘাতী দ্বাদশ পড়ুয়া ছাত্র। মৃত ছাত্রের নাম উত্তম দেবনাথ ।ঘটনা রানির বাজারের মোহনপুর এলাকায়।
তারের বন্ধন থেকে ছুটকারা পেয়ে মানুষকে প্রগাঢ় বন্ধনে আবদ্ধ করতে শুরু করল ফোন বা দুরাভাস। আর অধিক মাত্রায় ফোন আসক্তিতে কত প্রাণ যে অকালে ঝড়ে গেল তার ইয়াত্তা নেই ।মোবাইলের প্রতি আসক্তির ঘটনায় জড়িয়ে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিল দ্বাদশ পড়ুয়া এক ছাত্র। সোমবার সকালে তার পড়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ।মৃত ছাত্রের নাম উত্তম দেবনাথ ,পিতা তপন দেবনাথ ।বাড়ি রানীবাজার মোহনপুর এলাকায়। রানির বাজারের শিশু নিকেতন স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল উত্তম দেবনাথ। পড়াশোনায় ভালো থাকলেও সম্প্রতি মোবাইলে প্রচন্ড রকম ভাবে অসক্ত হয়ে পড়ে সে ।সোমবার তার পরীক্ষা ছিল ।সকালে মোবাইল নিয়ে ঘাটাঘাটিতে ব্যস্ত থাকায় তার মা মৃদুস্বরে বকাঝকা করেন তাকে। এতেই অভিমানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় উত্তম। পড়ার ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে সে ।তার নিথর দেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে আনা হয় ।সেখানে মৃত উত্তম দেবনাথের পিতা তপন দেবনাথ এই কথা জানান। তিনি জানান ,সম্প্রতি তেমন একটা পড়াশোনা করতো না সে ।মোবাইল নিয়েই পড়ে থাকতো ।সোমবার তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যায়নি সে ।
এদিন ময়নাতদন্তের পর জিবি হাসপাতাল কর্তৃপক্ষ উত্তম দেবনাথের নিথর দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেন ।এই ঘটনায় রানির বাজার মোহনপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।