
ধর্মনগরের দক্ষিণ কদমতলা এলাকা থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে কদমতলা থানার পুলিশের নিয়মিত নাইট পেট্রোলিং চলাকালীন দক্ষিণ কদমতলা এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ গাড়ি দাঁড় করাতে চাইলে ওই যুবক পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে।পরবর্তীতে মাদক থাকার আশঙ্কায় থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর নেতৃত্বে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ডিসিএম এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছান। তল্লাশির সময় ধৃত যুবকের কাছ থেকে সাবানের একটি বাক্সে লুকানো প্লাস্টিকের প্যাকেটে মজুত ৩৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম আম্বর আলি ওরফে পীর (২৫)। তাঁর পিতার নাম বলু মিয়া। সে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান, ধৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন সহ ধর্মনগর আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে আরও জানা গেছে,উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা। তাছাড়া ধৃত আম্বর আলি দীর্ঘদিন ধরে মাদক পাচারের পাশাপাশি চুরি ও ডাকাতির সঙ্গেও যুক্ত। তার বিরুদ্ধে ত্রিপুরা ও প্রতিবেশী রাজ্য অসমে একাধিক চুরি ও ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।তবে পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে।